1. hasanchy52@gmail.com : admin :
  2. amarnews16@gmail.com : Akram Hossain : Akram Hossain
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ০১:২৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
মানিকগঞ্জে স্বেচ্ছাসেবী সংগঠন ক্লিন সিটির উদ্যোগেপরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম সিংগাইর ঘোনাপাড়া ঈদগাহ কবরস্থান কমিটিরি দুর্নীতিরপ্রতিবাদে মানববন্ধন, পুলিশের বাধায় পন্ডু মানিকগঞ্জে আয়েশা সিদ্দিকা মহিলা মাদ্রাসায়বান্ধবীদের সাথে খেলাধুলার সময় পা-পিছলে ছাদথেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী হলেন ইসহাক দার বিচার শুরুর বিষয়ে আদেশ আজ বিয়ের দাবিতে ছাত্রলীগ নেতার বাড়িতে টিকটকার তরুণী আল্লুর পারিশ্রমিক ১৯৭ কোটি টাকা! দিনাজপুরে ভোট শেষে ২ প্রার্থীর সমর্থকদের উত্তেজনা, গুলিতে নিহত ১ বাবা-মায়ের নিয়মিত ঝগড়া থামাতে থানায় ৬ বছরের শিশু প্রধানমন্ত্রী ব্যাংকক থেকে আজ দেশে ফিরছেন

নীল ড্রাগন নদী

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪
  • ১৪১ বার দেখা হয়েছে

ড্রাগন বলতে মানচিত্রের পূর্ব কোণের মানুষেরা এটিকে চীনা পুরাণের একটি শুভ প্রতীক হিসেবে বিবেচনা করে। পৌরাণিক এই জীব ইতিহাসের রাজকীয় উপাধিগুলোর একটি উৎকৃষ্ট উদাহরণ ছিল যা শক্তি, সাহস ও ভাগ্যের প্রতীক বহন করে বলে মনে করা হয়। সম্প্রতি অবিকল ড্রাগনের আকারের অদ্ভুত এক নদীর ছবি অনলাইনে ভাইরাল হওয়ার কারণে অনেকেই প্রকৃতির এই মহিমা দেখে বিস্মিত হয়েছেন।আমস্টারডাম থেকে মরকেচের ফ্লাইটে যাওয়ার পথে একজন সাধারণ যাত্রী হঠাৎ করেই বিমানের জানালা থেকে ওডেলিট নদীটি দেখতে পান এবং সাথে কিছু স্ন্যাপশট নিয়ে যান। তখন কে বা জানতো, এটি অনলাইনে রীতিমতো ঝড় তুলবে। পর্তুগালে অবস্থিত এই নদীটি তার প্রকৃত নামের পাশাপাশি আঁকাবাঁকা দুর্বোধ্য জলপথের কারণে ‘ব্লু ড্রাগন নদী’ নামেও পরিচিত। এর উপকূলে থাকা স্থানীয়দের কাছে নদীটির আলাদা কোনো বিশেষত্ব ছিল না কখনই, কিন্তু ফটোগ্রাফার স্টিভ রিচার্ডস উপর থেকে নদীটির চমৎকার এক ছবি তোলার পর সবকিছু বদলে গিয়েছে। নদীটি অবিশ্বাস্যভাবে ড্রাগনের আকৃতিতে বিপরীত উপকূল দিয়ে ঘেরা। পর্তুগীজ ভাষায় একে ‘রিভেইরা দে ওডেলাইট’ বলে। গাড় নীলরঙা ও দীর্ঘ বক্রাকৃতির জন্যই এটি বর্তমানে প্রকৃতি পিপাসুদের কাছে অন্যতম আকর্ষণ। ওডেলিট নদী পর্তুগালের কাস্ট্রো মেরিম পৌরসভার আলগার্ভে অবস্থিত। “সেররা দে ক্যালডিরো” পর্বতমালা থেকে এর উৎপত্তি এবং সাও ব্রাস ডি আলপোর্টেল, তাভিরা, আলকাওটিম, কাস্ট্রো মেরিম ফারো পৌরসভার ভেতর দিয়ে প্রবাহিত হয়। নদীর উপর নির্মিত বাঁধের কারণে একই নামের একটি জলাধারও রয়েছে। এটি গাদিয়ানা নদীর একটি উপনদী। নদী তীরবর্তী গ্রামের হোয়াইট হাউজগুলো এই জায়গাটিকে এক বিস্ময়কর সৌন্দর্য উপহার দিয়েছে। দেখলে মনে হবে উপকূলের চমৎকার সব প্রাকৃতিক দৃশ্যের সাথে ভবনগুলো যেন মিশে আছে। আর হ্যাঁ, গ্রামটাও কিন্তু একই নামেই- ওডেলিট। নদীর তীরে একটি আকর্ষণীয় স্থানীয় ল্যান্ডমার্ক আছে যা ঈশ্বরের মাতাকে দর্শনের চার্চ হিসেবে প্রচলিত। প্রকৃতপক্ষে, এটি পুরোটাই কাল্পনিক ও কিংবদন্তিদের জন্য বিভ্রান্তিকর।যদি আপনি নদীটিকে ভালোভাবে দেখতে চান তাহলে এর উৎপত্তিস্থলের পাহাড়ের একদম চূড়ায় আপনাকে উঠতে হবে। এছাড়া স্যাটেলাইট থেকেও নদীর দৃশ্যের চমৎকার ছাপ দেখতে পাবেন। অনলাইনে ভাইরাল হওয়ায় ছবিটি ইতিমধ্যেই হাজার হাজার দর্শকের মনে প্রশ্ন জাগিয়েছে, এটি আসলেই কি দেখতে এমন নাকি ফটোশপে এডিট করা? তাদের জন্য ফটোগ্রাফার স্টিভ রিচার্ডসের ভাষ্য– “বলে রাখা ভালো, প্রকৃতপক্ষে এটি একটি ফটোগ্রাফ, যা আমি কার্ডিফ থেকে ফোরো পর্যন্ত আমাদের ফ্লাইটে নিয়েছিলাম। এর নীল রঙের জল আকাশকে প্রতিফলিত করছে এবং সাদা ধোঁয়াগুলো অবশ্যই মেঘের। যার আকর্ষণীয় রঙের কারণে ছবিটিকে ধন্যবাদ।” প্রতি বছর সারা বিশ্বের অনেক পর্যটক বিশেষ করে দক্ষিণ স্পেন থেকে আগতরা বিখ্যাত ব্লু ড্রাগন নদী খোঁজার জন্য ওডেলিট অঞ্চলে যান। ড্রাগনের এই প্রভাব বর্তমানে অনেক পর্যটকের মনোযোগ আকর্ষণ করেছে। পৃথিবীর বুকে লুকিয়ে থাকা এমন বিস্ময়কর আর্কাইভ আপনাকে ভাবতে বাধ্য করবে। হয়তো এই পৃথিবীর কোনো এক প্রান্তে কেউ না কেউ এমন অদ্ভুত কিছু আবিষ্কারের নেশায় ব্যস্ত আছে। তাই আর অপেক্ষা না করে আপনিও ঘর ছেড়ে বেরিয়ে পড়ুন।

শেয়ার করুন

এ বিভাগের আরও খবর
© All rights reserved © 2014 Amar News
Site Customized By Hasan Chowdhury