1. hasanchy52@gmail.com : admin :
  2. amarnews16@gmail.com : Akram Hossain : Akram Hossain
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৪:২১ পূর্বাহ্ন

মানিকগঞ্জে লকডাউনে কড়াকড়ি, রাস্তায়-রাস্তায় পুলিশের চেকপোস্ট’

  • প্রকাশের সময় : বুধবার, ১৪ এপ্রিল, ২০২১
  • ৪২৫ বার দেখা হয়েছে

মো: মহিদ

করোনাভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতি ঠেকাতে বুধবার ভোর থেকে সারা দেশে ‘সর্বাত্মক লকডাউন’ শুরু হয়েছে। ঢাকাসহ দেশের সর্বত্র বুধবার ভোর থেকে ‘কঠোর লকডাউন’ কার্যকর করার জন্য পুলিশ তৎপর রয়েছে বসানো হয়েছে শহরের বিভিন্ন গুরত্বপূর্ণ রাস্তায় পুলিশ চেক পোস্ট ।

বুধবার (১৪ এপ্রিল) সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত ঢাকা আরিচা মহাসড়কের মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে। এসব চেকপোস্টে গাড়ী থামিয়ে যাত্রীদের পরিচয় এবং রাস্তায় বের হবার কারণ জিজ্ঞাসা করা হচ্ছে। যেসব পেশার মানুষ জরুরি সেবার সঙ্গে সম্পৃক্ত তাদের চেকপোস্ট অতিক্রম করার অনুমতি দিয়ে অন্যদের ফিরিয়ে দেওয়া হচ্ছে।

মানিকগঞ্জ ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর (টিআই) আবুল হোসেন বলেন, ঢাকা আরিচা মহাসড়কে জরুরি সেবা ছাড়া কোনো গাড়ি চলছে না। তবে অনেকেই মোটরসাইকেল নিয়ে মুভমেন্ট পাশ ছাড়া শহরে ঢোকার চেষ্টা করছেন। জরুরি কাজ ছাড়া যারা বের হয়েছেন, তাদের কাগজপত্র যাচাই বাছাই করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। আবুল হোসেন আরও বলেন, আমরা সকলকে সামাজিক দূরত্ব বজায় ও স্যানিটাইজার ব্যবহার করার জন্য অনুরোধ জানাচ্ছি।

শেয়ার করুন

এ বিভাগের আরও খবর
© All rights reserved © 2014 Amar News
Site Customized By Hasan Chowdhury