1. hasanchy52@gmail.com : admin :
  2. amarnews16@gmail.com : Akram Hossain : Akram Hossain
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১২:১২ পূর্বাহ্ন

মানিকগঞ্জে মাদকদ্রব্য সেবন ও বিক্রির সঙ্গে জড়িত থাকার দায়ে এক যুবককে ৬ মাসের কারাদণ্ড ও জরিমানা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ মে, ২০২১
  • ৫৩৪ বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্টার:

মানিকগঞ্জে মাদকদ্রব্য সেবন ও বিক্রির সঙ্গে জড়িত থাকার দায়ে নেপাল রাজবংশী (৩০) নামের এক যুবককে ছয় মাসের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালতের বিচারক।

বৃহস্পতিবার (০৬ মে) দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসমিয়া আক্তার রুজি ভ্রাম্যমাণ আদালতের পরিচালনার মাধ্যমে ওই জেল-জরিমানা করেন। দণ্ডপ্রাপ্ত যুবক জেলার সিংগাইর উপজেলার বরুন্ডী বাংঙ্গালা এলাকার মরন রাজবংশীর ছেলে।

বিষয়টি নিশ্চিত করে জেলা মাদকদ্রব্য অধিদফতরের ইনচার্জ সাইফুল ইসলাম বলেন, মাদকদ্রব্য সেবন ও বিক্রির সাথে দীর্ঘদিন ধরে জড়িত রয়েছে নেপাল। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২ গ্রাম হেরোইনসহ দুপুরে তাকে আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে আটক ব্যক্তিকে ছয় মাসের জেল ও এক হাজার টাকা জরিমানা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসমিয়া আক্তার রুজি। অর্থদণ্ড অনাদায়ে আরও সাত দিনের কারাদণ্ডের রায় দেন তিনি।

শেয়ার করুন

এ বিভাগের আরও খবর
© All rights reserved © 2014 Amar News
Site Customized By Hasan Chowdhury