1. hasanchy52@gmail.com : admin :
  2. amarnews16@gmail.com : Akram Hossain : Akram Hossain
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৩:২৪ অপরাহ্ন

মানিকগঞ্জের ধলেশ্বরী নদীতে অবৈধভাবে ড্রেজার বসিয়ে বালু উত্তোলনের দায়ে সাতটি ড্রেজার জব্দ, এক লাখ টাকা জরিমানা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ জুলাই, ২০২১
  • ৮৪০ বার দেখা হয়েছে

মানিকগঞ্জ প্রতিনিধি :

মানিকগঞ্জ সদর উপজেলার দেড়গ্রাম এলাকায় ধলেশ্বরী নদীতে অবৈধভাবে ড্রেজার বসিয়ে বালু উত্তোলনের দায়ে এক ড্রেজার মালিককে এক লাখ টাকা জরিমানা এবং অন্য একজন মালিকের শ্রমিককে এক মাসের কারাদন্ড প্রদান করা হয়েছে। এছাড়া, সাতটি ড্রেজার জব্দ এবং চার হাজার মিটার ড্রেজারের পাইপ বিনষ্ট করা হয়েছে।

আজ ১৩ জুলাই  মঙ্গলবার বেলা আড়াইটার দিকে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে এই দন্ডাদেশ দেন মানিকগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাছলিমা শিরিন।

তাছলিমা শিরিন বলেন, ‘২০১০ সালের বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী সেতু, কালভার্ট, ড্যাম, ব্যারেজ, বাঁধ, সড়ক, মহাসড়ক, বন, রেললাইনসহ অন্যান্য গুরুত্বপূর্ণ সরকারী ও বেসরকারী স্থাপনা অথবা আবাসিক এলাকার এক কিলোমিটারের মধ্যে বালু বা মাটি উতত্তোলন নিষিদ্ধ। কিন্তু দীর্ঘদিন ধরে কিছু ব্যক্তি সরকারী অনুমতি ব্যতিত, দেড়গ্রাম ও জাগীর ধলেশ্বরী সেতু এলাকায় সাতটি ড্রেজার বসিয়ে ধলেশ্বরী নদী থেকে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলন করছিলেন। সরকারী আদেশ ও জনস্বার্থে সেখানে অভিযান চালিয়ে সাতটি ড্রেজার জব্দ এবং ড্রেজারের পাইপ বিনষ্ট করা হয়েছে। ড্রেজিং চলাকালে দুইজন ড্রেজার শ্রমিককে আটক করা হয়। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে ড্রেজার মালিক রাসেল মিয়াকে বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ মোতাবেক একলাখ টাকা জরিমানা করা হয়েছে। অর্থদন্ড দিতে ব্যর্থ হওয়ায়, অন্য মালিক গফুর শেখের শ্রমিক সবুজ মিয়াকে একমাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।  পাশাপাশি চার হাজার মিটার ড্রেজারের পাইপ বিনষ্ট করা হয়েছে।’

উল্লেখ্য, নদী থেকে ড্রেজার বসিয়ে বালু উত্তোলনের ফলে নদী পাড়ের শত শত বাড়ি-ঘর এবং ধলেশ্বরী সেতু হুমকির মুখে পড়েছিল।

 

শেয়ার করুন

এ বিভাগের আরও খবর
© All rights reserved © 2014 Amar News
Site Customized By Hasan Chowdhury