1. hasanchy52@gmail.com : admin :
  2. amarnews16@gmail.com : Akram Hossain : Akram Hossain
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১১:৫৫ পূর্বাহ্ন

হরিরামপুরে নকল পণ্য প্রস্তুতের দায়ে দুইজনকে জেল-জরিমানা : কারখানা সিলগালা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২০
  • ৫০৫ বার দেখা হয়েছে
শুভংকর পোদ্দার, স্টাফ রিপোর্টার:
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় নকল পণ্য প্রস্তুতের দায়ে দুইজনকে ২০ হাজার টাকা জরিমানা ও সাতদিনের কারাদন্ড প্রদান করা হয়েছে। আজ মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) দুপুরে হরিরামপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. বিল্লাল হোসেন এ দন্ডাদেশ দেন। এসময় মোবাইল কোর্ট পরিচালনায় সহায়তা করে হরিরামপুর থানা পুলিশ।
দন্ডপ্রাপ্তরা হলেন উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের ঈশাখাঁবাদ গ্রামের মৃত জৈনুদ্দিনের ছেলে মো. বিল্লাল হোসেন(৩৮) ও মো. রুবেল (২২)।
এবিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মো. বিল্লাল হোসেন জানান, নকল পণ্য প্রস্তুতের দায়ে তাদেরকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫০ ধারা অনুযায়ী ২০ হাজার টাকা জরিমানা ও সাতদিনের কারাদন্ড প্রদান করা হয়েছে। এছাড়া আনুমানিক ৫০ কেজি নকল চিপস জব্দ করে পুড়িয়ে ফেলা হয়েছে এবং কারখানাটি সীলগালা করে দেয়া হয়েছে।

শেয়ার করুন

এ বিভাগের আরও খবর
© All rights reserved © 2014 Amar News
Site Customized By Hasan Chowdhury