1. hasanchy52@gmail.com : admin :
  2. amarnews16@gmail.com : Akram Hossain : Akram Hossain
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০৪:৩৯ পূর্বাহ্ন

মানিকগঞ্জে আরও ৬০ জনের করোনা শনাক্ত, আক্রান্তের হার ৩৭.৭%

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১
  • ৫৪৮ বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ

গত ২৪ ঘন্টায় মানিকগঞ্জে করোনায় আক্রান্ত হয়েছেন ৬০ জন। ১৫৯টি নমুনা পরীক্ষায় ৬০ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তের হার শতকরা ৩৭.৭ ভাগ। জেলায় এপর্যন্ত ২৩ হাজার ৯০৫টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয় দুই হাজার ৭৮৯ জনের দেহে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন দুই হাজার ৩৮৭ জন। এ পর্যন্ত জেলায় মারা গেছেন মোট ৫৩ জন। আজ (মঙ্গলবার) সন্ধ্যা ছয়টায় এ তথ্য নিশ্চিত করেছেন সিভিল সার্জন কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত স্বাস্থ্যকর্মকর্তা ডা. রফিকুন নাহার বন্যা।

ডা. রফিকুন নাহার বন্যা বলেন, ‘নতুন আক্রান্ত জনের মধ্যে মানিকগঞ্জ সদর উপজেলায় ১৯জন, সিংগাইর উপজেলায় ১২জন, ঘিওর উপজেলায় ছয়জন, হরিরামপুর উপজেলায় ১৪ জন সাটুরিয়া উপজেলায় তিন জন, শিবালয় উপজেলায় পাঁচজন এবং দৌলতপুর উপজেলায় একজন।’

তিনি বলেন, ‘জেলায় এপর্যন্ত ২৩ হাজার ৯০৫টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয় দুই হাজার ৭৮৯ জনের দেহে। আক্রান্তদের মধ্যে মানিকগঞ্জ সদর উপজেলায় ২২৫ জন, সিংগাইর উপজেলায় ৩৮৩জন, সাটুরিয়া উপজেলায় ৩১১ জন, ঘিওর উপজেলায় ২৮৮ জন, শিবালয় উপজেলায় ২৫৯ জন, হরিরামপুর উপজেলায় ১৯৩ জন, দৌলতপুর উপজেলায় ১২০ জন।’

তিনি আরও বলেন, ‘আক্রান্ত দুই হাজার ৭৮৯ জনের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন দুই হাজার ৩৮৭ জন। বাকীরা হোমকোয়ারেন্টিন এবং ২৫০-শয্যাবিশিষ্ট মানিকগঞ্জ জেনারেল হাসপাতালের কোভিড ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।’

তিনি বলেন, ‘জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৫৩ জন। নিহতদের মধ্যে, মানিকগঞ্জ সদর উপজেলায় ১৯ জন, ঘিওর উপজেলায় ৮ জন, সিংগাইর ও সাটুরিয়া উপজেলায় ৭ জন করে, শিবালয়, হরিরামপুর ও দৌলতপুর উপজেলায় ৪ জন করে।’

পরিসংখ্যান অনুযায়ী জুন মাসে দুই হাজার ৩৭৯ জনের নমুনা পরীক্ষায় পজিটিভ পাওয়া গেছে ২৪৫ জনের দেহে। আর মে মাসে এক হাজার ৪১৬ জনের নমুনা পরীক্ষায় পজিটিভ পাওয়া গেছে ১০৯ জনের দেহে।কমেই আক্রান্তের সংখ্যা বাড়ছে জানিয়ে তিনি বলেন, ৫ জুলাই ১৫৯টি নমুনা পরীক্ষায় ৩০ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। ৪ জুলাই ১৮৬টি নমুনা পরীক্ষায় ৪৫ জন, ৩ জুলাই ১৪৪টি নমুনা পরীক্ষায় ৩৭ জন এবং ১ জুলাই ১১৬টি নমুনা পরীক্ষায় ২৭ জনের দেহে করোনা শনাক্ত হয়।

মানিকগঞ্জসহ সারাদেশেই করোনা শনাক্তের হার বেড়ে যাওয়ায় ১৪ দিনের কঠোর লকডাউন চলছে। অবশ্য মানিকগঞ্জসহ আরও ৭টি জেলায় লকডাউন চলছে ২২ জুন থেকে।

শেয়ার করুন

এ বিভাগের আরও খবর
© All rights reserved © 2014 Amar News
Site Customized By Hasan Chowdhury