1. hasanchy52@gmail.com : admin :
  2. amarnews16@gmail.com : Akram Hossain : Akram Hossain
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১১:১৩ অপরাহ্ন

বই মেলায় দর্শনার্থীদের ভিড় দেখে খুশি বিক্রেতা ও প্রকাশকরা

  • প্রকাশের সময় : রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৫৯ বার দেখা হয়েছে

সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় শনিবার (১০ ফেব্রুয়ারি) সকাল থেকে জমজমাট একুশে বইমেলা। তবে, বিকাল হওয়ার সাথে সাথে বইমেলার বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানে পাল্লা দিয়ে বাড়তে থাকে বইপ্রেমীদের পদচারণা।

দুপুর গড়িয়ে বিকাল হতেই মেলায় বইপ্রেমীদের পদচারণা বাড়তে থাকে। সরকারি ছুটির দিন হওয়ায় পরিবার-আত্মীয়-স্বজন, বন্ধু বান্ধব নিয়ে দলবেধে মেলায় আসেন অনেকে। এদোকান-ওদোকান ঘুরে অনেকে কিনেছেন পছন্দের বই। কেউ কেউ আবার এসেছেন মেলা ঘুরে দেখতে।

দর্শনার্থীদের ভিড় দেখে খুশি বিক্রেতা ও প্রকাশকরা। রাজধানীতে যাতায়াত ব্যবস্থায় মেট্রোরেল যুক্ত হওয়ায় এবং স্টেশন মেলার কাছাকাছি থাকায় অন্যান্য বছরের তুলনায় বেশি বই বিক্রির আশা তাদের।

এদিকে, ছুটির দিনে বাচ্চাদের আনন্দ দিতে মেলায় মূল আকর্ষণ সিসিমপুর। সকাল সাড়ে ১১টা, বিকাল সাড়ে ৩টা আর সন্ধ্যা সাড়ে ৬টায় শিশু প্রহরের এই বিশেষ আয়োজনে শিশুদের পাশাপাশি খুশি অভিভাবকরা।

তথ্যকেন্দ্রের হিসাব অনুযায়ী দশম দিনে মেলায় নতুন বই এসেছে ১৫২টি। এ নিয়ে মেলায় এ পর্যন্ত আসা নতুন বইয়ের সংখ্যা ৮২৩টি।

শেয়ার করুন

এ বিভাগের আরও খবর
© All rights reserved © 2014 Amar News
Site Customized By Hasan Chowdhury